সহজেই লোনের প্রলোভন! এই অ্যাপগুলি হয়ে উঠতে পারে মৃত্যুফাঁদ

এই অ্যাপগুলি আপনার জীবনে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরতে পারে। তাই সাবধান থাকা খুব জরুরি।

মাস শুরু হতেই চিন্তা, এখানে এত ইএমআই কাটবে, সংসারে এত খরচ হবে! এই করতে গিয়ে মাসের মাঝেই আয়ের টাকা শেষ। কিন্তু বাকি মাস চলবে কীভাবে? এই সমস্যা থেকে বাঁচতে আজকাল অনেকেই ফোনের বিভিন্ন অ্যাপ থেকে টাকা ধার নিয়ে থাকেন। কিন্তু আপনি নিজেও জানেন না, এই অ্যাপগুলি আপনার জীবনে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরতে পারে। তাই সাবধান থাকা খুব জরুরি। আর্লি স্যালারি, ওয়ান ক্যাশ, মানি ট্যাপ, নিরো ইত্যাদি অ্যাপগুলি আপনার সমস্যার সহজ উত্তর হলেও ফলাফল মারাত্মক। প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের অ্যাকসেস চেয়ে নেয় তারা। ফলে ফোনের ছবি, সেভ করা মোবাইল নম্বর সবই তাদের হাতের মুঠোয় চলে আসে। এরপর আধার ও প্যান নম্বর, বাড়ির ঠিকানা এবং লোনের পরিমাণ জেনে আপনার অ্যাকাউন্টে মুহূর্তের মধ্যে ক্রেডিট হয়ে যায় সেই টাকা। কিন্তু এই ইনস্ট্যান্ট লোন অ্যাপের সঙ্গে আপনার অজান্তেই অনেক অজানা ফাইল ফোনে এসে পড়ে। চলতি বছরের ১৮ এপ্রিল হায়দরাবাদের এক যুবক আত্মহত্যা করেছেন। কারণ? তিনি এই লোন অ্যাপ থেকে ১২ হাজার টাকা ধার নিয়েছিলেন, যার মধ্যে…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles