মিথিলার প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেম করছেন তাসনিয়া!

এ বছরই মুক্তি পেয়েছে তাঁর প্রথম টলিউড ছবি ‘আরও এক পৃথিবী’। তাঁর অভিনয়ের জন্য পেয়েছেন বিপুল প্রশংসা। শেষ কয়েক দিন ধরে আবারও চর্চায় নায়িকা তাসনিয়া ফারিণ। শোনা যাচ্ছে, তাসনিয়ার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তাহসান রহমান খান। তাঁরা নাকি খুব শীঘ্রই বিয়ে করবেন। ২০০৬ সালে রফিয়াদ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। তার পর ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্যে ইতি টানেন তাঁরা। পরে নতুন করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার পাতেন মিথিলা। তাহসান যদিও এখনও বিয়ে করেননি।

 

 


More Articles