‘রাজনীতি করতে টাকা লাগে, আপাতত অভিনয় করে সেটা উপার্জন করব’

দীর্ঘ ৩৫ বছরের অভিনয় কেরিয়ারে চার বার বিরতি নিয়েছেন। কিন্তু এ বার একটু বেশি সময় নিয়ে ফেলেছেন তিনি। দীর্ঘ আট বছর পর অভিনয়ে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। মাঝে প্রায় সাড়ে পাঁচ বছর রাজ্যসভার সাংসদই ছিল তাঁর পরিচয়। সম্প্রতি মেয়াদ শেষ হয়েছে সাংসদ পদের। তার পরেই অভিনয়ে প্রত্যাবর্তন বিজেপি নেত্রীর। সিরিয়ালের নাম ‘মেয়েবেলা’। মিত্রবাড়ির মেজবউ বীথির চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনয় ফিরেছেন বলেই কি রাজনীতিকে বিদায় রূপার? একটু হলেও কি ব্যাকফুটে তিনি? তাই কি নিজের পূর্বাশ্রম অভিনয়ে ফিরে আসা? কী ভাবে নিজের দু’টি আলাদা কর্মজীবন সামলাচ্ছেন, জানালেন আনন্দবাজার অনলাইনকে।



More Articles