TMC MLA Manik Bhattachariya faces TET case in Calcutta High Court dgtl Calcutta High Court: গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিন, তৃণমূলের মানিককে নির্দেশ হাই কোর্টের

মঙ্গলবার দুপুরে কলকাতা হাই কোর্টে হাজিরা দেন তৃণমূল বিধায়ক তথা সদ্য প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত মানিক ভট্টাচার্য। তাঁকে প্রথমেই বিচারপতির মন্তব্য, ‘‘আপনি যেহেতু বিধানসভার সদস্য, তাই কাঠগড়ায় তুলছি না।’’ এর পর নদিয়ার পলাশিপাড়ার বিধায়কের জন্মতারিখ, পরিচয় ইত্যাদি জানার পর আদালতের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁর সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে। স্ত্রী, পুত্র এমনকি, বউমার নামে কত সম্পত্তি রয়েছে, তারও তথ্য দিতে হবে। বিয়ের আগে পর্যন্ত মেয়ের নামে কত সম্পত্তি ছিল সেটাও হলফনামা আকারে জানাতে হবে। হলফনামা জমার শেষ তারিখ ৫ জুলাই। তিনি সম্মাননীয় এবং বিচক্ষণ মানুষ। তিনি অবশ্যই আমাদের মহান জাতীয় মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকবেন।’   এর পরই আদালত জানায়, ভবিষ্যতে আরও কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না মানিক। এই হলফনামায় দেওয়া তথ্যকেই সঠিক বলে মনে করা হবে। উল্লেখ্য, সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি।

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles