আবর্জনা সংগ্রহ করে দুশো কোটির ব্যবসা! এই যুবকের সাফল্য হার মানাবে বলিউডকে

শুধুমাত্র নিজের স্বপ্নপূরণ করাই নয়, এই কাজের মাধ্যমে সন্দীপ ভাই প্যাটেল সমাজকল্যাণও করে চলেছেন নিঃশব্দে।

মানুষের জীবনে সাফল্যের কাহিনি ভিন্ন ভিন্ন ধরনের হয়। তবে গল্পগুলি আলাদা হলেও এই গল্পের স্রষ্টারা জানেন সাফল্যের কোনো শর্টকাট নেই।  সাফল্যের শিখরে পৌঁছনোর নেপথ্যে অক্লান্ত পরিশ্রমের একটা নেপথ্য আখ্যান থাকেই। সোশ্যাল মিডিয়ায় কিংবা খবরের কাগজে আমাদের সামনে এরকম বিভিন্ন মানুষের সাফল্যের কাহিনি উঠে আসে, যা আমাদের নতুন স্বপ্নের দিকে চালিত করে। আবার এমন মানুষের কথাও জানতে পারি যারা সোশ্যাল মিডিয়াতেই পরিচিতি লাভ করেছেন। এক্ষেত্রে ভুবন বাদ্যকর থেকে শুরু করে রানু মণ্ডলের মতো শিল্পীরা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ যদি তার কাজের প্রতি সৎ এবং লক্ষ্যে স্থির থাকে, তবে একদিন না একদিন সে ঠিক সাফল্য অর্জন করবেই। আজকেও এমন এক কাহিনি তুলে ধরা হবে, যেখানে শত বাধা সত্ত্বেও জীবনযুদ্ধে জয়লাভ করে এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক গুজরাটি যুবকের কাহিনি সকলের সামনে উঠে এসেছে, যা হতবাক করছে গোটা দেশবাসীকে। জানা গিয়েছে, প্রথমে লন্ডনে গিয়ে এমবিএ (MBA) পাশ করেন সন্দীপ ভাই প্যাটেল নামে ওই যুবক। তবে বিদেশে কাজের উপযুক্ত সুযোগ না মেলায় ফিরে আসতে হয় দেশের মাটিতে। আর…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles