কেন অসম্পূর্ণ জগন্নাথ মূর্তির হাত-পা? অলৌকিক সেই কাহিনি আজও রোমহর্ষক

জগন্নাথদেবের মন্দিরে চিত্রিত আছে নানা ছবি, প্রত্যেকটির এক একটি আখ্যান।

রহস্য-রোমাঞ্চ আর অলৌকিক ঘটনা আমরা কে না ভালবাসি! পুরীর জগন্নাথদেবের মন্দিরও কিন্তু রহস্য-রোমাঞ্চ আর অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। জগন্নাথদেবের মন্দির নির্মাণের একটি পৃথক ইতিহাস আছে, যে ইতিহাস মোটামুটি আমরা সকলেই জানি। এমন কিছু ঘটনা ওই স্থানের সঙ্গে জড়িয়ে, যা আজও আধুনিক বিজ্ঞানকে চিন্তার আসনে আসীন করে রেখেছে, যার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানের কোনও পূজারী সঠিকভাবে ব্যাখ্যা করে উঠতে পারেনি।   মালাবারের রাজা ছিলেন 'ইন্দ্রদ্যুম্ন', তাঁর পিতার নাম ছিল রাজা 'ভরত' আর মাতা হলেন 'সুমতি দেবী'।রাজেন্দ্র ইন্দ্রদ্যুম্ন একদিন স্বপ্নে ভগবান জগন্নাথের দর্শন পান। রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথদেব আদেশ দেন, নীলাঞ্চল পর্বতের গুহায় ভগবান জগন্নাথদেবের একটি মূর্তি আছে। সেই মূর্তিটি নিয়ে এসে রাজা যেন মন্দির স্থাপন করেন এবং পূ‌জার্চনা শুরু করেন। স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন তাঁর সৈন্য ও অনুচরবর্গকে সঙ্গে করে ভগবান জগন্নাথদেবের মূর্তিটি খোঁজার জন্য নীলাঞ্চল পর্বতের দিকে রওনা হয়ে যান। রাজার অনুচরবর্গর মধ্যে মহারাজার ঘনিষ্ঠ এক ব্রাহ্মণ ছিলেন, তাঁর নাম ছিল বিদ্যাপতি। তিনি জানতেন যে, ওই স্থানে 'শবর' নামের নিচু জাতের কিছু লোক নীলমাধবের পূজার্চনা করে থাকেন। তিনি এও জানতেন,…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles