মিতালির ২৩ বছরের কেরিয়ার চ্যালেঞ্জ জানাতে পারে যে কোনও পুরুষ ক্রিকেটারকে

মিতালিকে নিয়ে তৈরি বায়োপিক ‘শাবাশ মিঠু’ মুক্তি পাবে ১৫ জুলাই। এই ছবিতে মিতালির ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। তার আগেই অবসর নিলেন তিনি।

  "সমস্ত যাত্রার মতো, এটিও অবশ্যই একদিন না একদিন শেষ হত। তেমনটাই হল। আমি অবসর নিলাম ক্রিকেট থেকে।" গতকাল নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছেন মিতালি। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে শেষ হল এক সোনালী অধ্যায়। শেষ বিশ্বকাপ অভিযান ভালো যায়নি ভারতের, তাই অনেকেই আশা করেছিলেন এবার হয়তো বিদায় নিতে পারেন মিতালি। কয়েক মাস যেতেই তাঁর এই ঘোষণা। সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের মহিলা ক্রিকেটের অধিনায়ক মিতালি রাজ। ৩৯ বছর বয়সি মিতালি মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ফরম্যাটে তিনি মোট ৭৮০৫ রান করেছেন। ৮৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মিতালির রানের পরিমাণ ২৩৬৪ এবং ১২ টেস্ট ম্যাচে ৬৯৯ রান রয়েছে তাঁর ঝুলিতে। ভারতের মহিলা ক্রিকেট নিয়ে মাতামাতি শুরুর অন্যতম কারণ তিনি। কারণ মিতালি রাজের অধীনেই ভারত ২০১৭ সালে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ১৯৯৯ সালের জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটে অভিষেক ঘটে মিতালি রাজের। দীর্ঘ ২৩ বছরের ক্রিকেটজীবন পরবর্তী প্রজন্মকে সাহস জুগিয়েছে নতুন করে স্বপ্ন দেখার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মিতালি। ভারত ওই…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles