ঋণগ্রহীতাদের মাথায় হাত! কতটা সমস্যায় ফেলবে RBI-র রেপো রেট বৃদ্ধি?

এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার কারণটা ঠিক কী? আর এই সিদ্ধান্ত কতটা সমস্যার মুখে ফেলবে সাধারণ মানুষকে।

কানাঘুষোয় বিষয়টা শোনা যাচ্ছিল বেশ অনেকদিন ধরে। আর সেই আশঙ্কা সত্যি করে এবার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে, ফিক্সড ডিপোজিট ফেসিলিটি হার যা পূর্বে ছিল ৪.১৫ শতাংশ, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৫ শতাংশ। অন্যদিকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির হার এই নতুন ঘোষণার পর বেড়ে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণেই এই রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে RBI, এমনটাই জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস। কিন্তু, মানুষের জীবনে কতটা বড় প্রভাব ফেলতে চলেছে এই সিদ্ধান্ত? RBI এর রিপোর্ট বৃদ্ধির পর সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাংকের সুদের হার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ঋণগ্রহীতাদের কাঁধেও চাপবে ইএমআই এর বর্ধিত বোঝা। তাহলে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার কারণটা ঠিক কী? আর এই সিদ্ধান্ত কতটা সমস্যার মুখে ফেলবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের পকেটের ফের ধাক্কা দিয়ে মেয়ে মাসের পর জুন মাসে আবারো রেপো রেট বৃদ্ধি করেছে RBI। এই নিয়ে পরপর দুই মাস রেপো রেট বৃদ্ধি করল RBI। বুধবার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ৫০…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles