শেষের পথে মেঘালয়ের সবুজ

সময়ের সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে মেঘালয়ের এই অরণ্য। ভারতের সবথেকে বড় বৃষ্টি-অরণ্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সারা ভারতের জন্য তা হয়ে উঠবে সমস্যার।

একটা সময় এমন ছিল যখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে গ্রীষ্মকালীন বৃষ্টির দিনে বর্ষণের পরিমাণ থাকত প্রবল। মেঘালয়-চেরাপুঞ্জি এবং মফালাং অঞ্চলের জন্য একনাগাড়ে বৃষ্টি ছিল স্বাভাবিক ঘটনা। প্রতি গ্রীষ্মকালে এমন একটা সময় আসত যখন একনাগাড়ে ৯ দিন এবং ৯ রাত্রি ধরে বৃষ্টি হত ভারতের সবথেকে বড় বৃষ্টি-অরণ্যের রাজ্যে। পুরো মেঘালয় যেন স্তব্ধ হয়ে যেত এই সময়ে। প্রাপ্তবয়স্করা কাজে যেতে পারতেন না, শিশুদের স্কুল ছুটি থাকত, বাজার পর্যন্ত থাকত বন্ধ। এমনকী, মেঘালয়ের রাজধানী শিলংয়েও পরিবেশ থাকত এরকমই। এসব দিন আজ অতীত। বৃষ্টির মরশুম এলেও, সেরকমভাবে আর বৃষ্টি হয় না মেঘালয়ে। ঔষধি গাছ, গোলাপি রঙের রডোডেনড্রন, ওক গাছের সারি, আজ অনেকটাই নিস্তেজ। শিলংয়ের বিখ্যাত কমলালেবুর মিষ্টতাও কমেছে অনেকাংশে। বৃষ্টির পরিমাণে এসেছে পতন, পাশাপাশি মেঘালয়ের পরিবেশও যেন পরিবর্তিত হয়েছে একই ছন্দে। বৃষ্টি-অরণ্যেও এসেছে পরিবর্তন। আর এই পরিবর্তন ভারতের সার্বিক পরিবেশের জন্য খুব একটা ভালো নয়। ২০১২ পর্যন্ত বৃষ্টির মরশুমে মেঘালয়ের বৃষ্টির পরিমাণ মোটামুটি একইরকম ছিল। খুব একটা পরিবর্তন মেঘালয়ের বৃষ্টির ক্ষেত্রে দেখা যায়নি এতদিন পর্যন্ত। ২০১৭ সালের আইআইটি গান্ধীনগরের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে,…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles