রিল মানে কি সহজেই হাততালির লোভ? 'রিয়েল'-কে পাশ কাটিয়ে কত দূর যাব আমরা?

সাংঘাতিক অস্থিরতা, ট্রেন্ডে থাকতে চাওয়া বাধ্যতামূলক জীবন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। দায়টা সকলের, দায়িত্বটাও সকলকেই ভাগ করে নিতে হবে।

স্কুলের বদ্ধ নিয়মের গণ্ডি পার করে ফার্স্ট ইয়ারে পড়া অদ্রিজাকে পরীক্ষায় ভালো ফল করার জন্য নতুন ফোন কিনে দেয় অদ্রিজার মা-ই, ফোন ঘাঁটাঘাঁটির অভ্যেস যদিও অনেক আগে থেকেই, স্কুলের নোটস, প্রোজেক্টের হোমওয়ার্ক- সবকিছুই তো ফোনে। আমরা ফোনসর্বস্ব প্রজন্ম, অদ্রিজাই বা বাদ যাবে কেন তা থেকে? জন্মানোর পর থেকেই যেখানে শিশুকে খাওয়ানোর জন্য মোবাইল ফোন হাতে দিয়ে দেওয়া হয়, সেই প্রজন্ম কী করে ফোন থেকে দূরে থাকবে এবং কেনই বা থাকবে? তবে যে সমস্যা নিয়ে আজ লিখতে বসেছি তা হলো, এখনকার অদ্রিজার সঙ্গে আগের অদ্রিজার তফাৎ। সোশ্যাল মিডিয়ায় বাধ্যতামূলকভাবে ট্রেন্ড ফলো করা থেকেই সেই সমস্যার শুরু। ছোটবেলা থেকে সমাজের চোখে তথাকথিত ফরসা, লম্বা, সুন্দরী অদ্রিজাকে বিয়েবাড়ি থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠানে সমাজই বারবার বলেছে মডেলিং করতে, অভিনয় করতে, গ্ল্যামার-জগতের ঝাঁ-চকচকে মোড়কে অদ্রিজার স্থান হবেই- এমনটাই দাবি ছিল ফুলকাকিমা, মিষ্টুপিসিদের, "এত সুন্দরী মেয়ে তুই, সিরিয়াল-সিনেমায় তো এক চান্সে বাজিমাত করবি!" তাই আয়নার সামনে দাঁড়িয়ে নায়িকা সেজে নাচ-গান করলেও অঙ্কের টিউশনে স্যরের চোখরাঙানি, বাবার কড়া শাসন, পাশের বাড়ির পারমিতাদির বোর্ডে দুরন্ত রেজাল্ট…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles