গরমে অস্থির, আসুন গা ছমছমে ব্রিটিশ বাংলো আর চা বাগানে ঘেরা এই পাহাড়ি গ্রামে

গা ছমছমে বাংলো, সবুজ ঢেউখেলানো চা বাগান, অর্কিড আর কুয়াশায় ঘেরা তাকদা মুগ্ধতা ছড়াবেই। নির্জনতা ভালবাসলে চলে আসুন নীলপাহাড়ি আর কুয়াশার এই দেশে।

...পাকদণ্ডি পথ বেয়ে তার বাগানঘেরা বাড়ি। বাগান শেষে সদরদুয়ার, বারান্দাতে আরামচেয়ার গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথায় এসে মেঘপিওনের সমস্ত ব্যাগ খালি এখান থেকে আকাশজোড়া কাঞ্চনজঙ্ঘা ডাক পাঠাবে। নিচে স্পষ্ট দেখা যাচ্ছে, তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গম। পাহাড়ি উপকথায় তিস্তার জল যখন শুকিয়ে যাচ্ছিল, তার ডাকে ছুটে এসেছিল রঙ্গিত। পাকদণ্ডি পথ ধরে এগিয়ে যেতেই চা বাগান আর রঙিন অর্কিডের দেশ তাকদা। এই পাহাড়ি গ্রামগুলোয় আছে দু’দণ্ড শান্তি, নির্জনতা, উন্মুক্ত প্রকৃতি, বিশুদ্ধ বাতাস আর আনন্দ। লেপচা ভাষায় নাকি 'তাকদা’ শব্দের অর্থ মেঘে ঢাকা বা কুয়াশায় ঘেরা। এখানে নেমে আসে কুয়াশা যখনতখন, তারপর সবুজ চা বাগিচা, বড় বড় পাইনগাছের সারি, পাথুরে প্রাচীন রাস্তা, ইতিহাসের গন্ধমাখা ব্রিটিশ বাংলো তখন ঢেকে যায় কুয়াশার চাদরে। মেঘ ঘিরে ফেলে সবুজ ঢেউখেলানো চা বাগান, পাহাড়ি উপত্যকা। আরও পড়ুন: দার্জিলিং নয়, চা-বাগানে ঘেরা এই পাহাড়ি গ্রাম থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার শ্রেষ্ঠ রূপ তাকদার সবচেয়ে বিখ্যাত জায়গা হল অর্কিড হাউস। ব্রিটিশ আমলের বেশ কিছু হেরিটেজ বাংলো আছে এখানে, যাদের বয়স কম করে একশো পূর্ণ হয়ে গেছে। ব্রিটিশ আর্মি অফিসাররা…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles