কোথায় হারিয়ে গেল বাংলার কার্টুন সংস্কৃতি?

নতুন করে এই ব্যঙ্গচিত্রকে পেশা করে আর কেউ এগিয়ে আসতে পারছেন না। ব্যঙ্গপত্রিকা, ব্যঙ্গসাহিত্য ও ব্যঙ্গচিত্রর ত্রিবেণী সঙ্গম আজ শুকিয়ে গিয়েছে।

Whenever you have to do something with a punch, tell it with a Cartoon. ছোট থেকে বড়- সবারই পছন্দ কার্টুন। কার্টুন এক অদ্ভুত মজার জিনিস! যা মুখে না বলেও এঁকে বুঝিয়ে দেওয়া যায়। কার্টুনের সঙ্গে বাস্তবতার সরাসরি সম্পর্ক নেই, তাই বলে তা যে অবাস্তব কিছু হবে, তাও আবার নয়। কার্টুন বা ব্যঙ্গচিত্র একধরনের দ্বি-মাত্রিক চিত্রকলা, যা কাগজে এঁকে প্রদর্শন করা হয়। বিভিন্ন বিচিত্র পন্থায় 'ব্যঙ্গচিত্র' শব্দটি ব্যবহৃত হতে পারে। আঁকার পাশাপাশি শব্দপ্রয়োগের মাধ্যমে তামাশা, উপহাস কিংবা সরস উক্তিও প্রদর্শন করা হয়। এছাড়াও, অনেকগুলো কার্টুনকে একত্রিত করে অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করা হয়। যিনি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন, তিনি কার্টুনিস্ট নামে পরিচিত। বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী রাফায়েল, লিওনার্দো দ্য ভিঞ্চি বিখ্যাত কার্টুনিস্ট হিসেবে পরিচিত। আন্তর্জাতিক কার্টুন পত্রিকা ‘টুনস ম্যাগ’ দৈনিক রাজনৈতিক এবং রম্য কার্টুন প্রকাশ করে থাকে। ব্যঙ্গচিত্র বা কার্টুন কথাটি এসেছে ইতালির কার্তোন থেকে। আগেকার দিনের শিল্পীরা বড়মাপের কোনও পেন্টিংয়ে হাত দেওয়ার আগে খুব বড় কাগজে সেই ছবিটার একটা খসড়া আঁকতেন। কাঠ-কয়লা, পেনসিল ও চক দিয়ে সেই খসড়া হতো। যে বড় কাগজে এই…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles