শাবানা-নন্দিতার সমকাম প্রেমের ছবিতে সুরকার রহমান
অস্কারজয়ী খ্যাতনামী সঙ্গীত পরিচালক এআর রহমান। তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন বহু নামী-দামি পরিচালক কিংবা সঙ্গীতশিল্পী। তবে কাজের ক্ষেত্রে কোন দিকটা বেশি গুরুত্ব পায় তাঁর কাছে? জীবনের মূল্যবোধ কি তাঁর কাজকে প্রভাবিত করে? নাহ্, ব্যক্তিগত মূল্যবোধ কখনওই তাঁর কাজের অন্তরায় হয়ে দাঁড়ায়নি। রহমান দেখেন, সেই ছবির মাধ্যমে পরিচালক গুরুত্বপূর্ণ কিছু বলতে চাইছেন কি না। এই প্রসঙ্গে অস্কারজয়ী পরিচালক তাঁর সুর করা ছবি ‘ফায়ার’-এর প্রসঙ্গ টানেন।