১১ বছরের মেয়ে আদালতে শুনে হতবাক হন অনেকে, এখন সেই আরাধ্যাই মাকে
যেখানে ঐশ্বর্যা রাই, সেখানেই তাঁর কন্যা আরাধ্যা। মা-মেয়েকে একসঙ্গেই দেখা যায় সব সময়। গত বছর ঐশ্বর্যা যখন ‘পোন্নিয়িন সেলভান’-এর শুটিংয়ে ছিলেন সেখানেও পৌঁছে যেত তাঁর ১১ বছরের কন্যা। শটের ফাঁকে মেয়েকে আদর করতে ব্যস্ত হয়ে পড়তেন নায়িকা। আবার মা-মেয়েকে একসঙ্গে দেখা গেল ‘পোন্নিয়িন সেলভান ২’-এর মুক্তির আগে। ঐশ্বর্যা চলেছেন হায়দরাবাদে, ছবির প্রচারে। সঙ্গী আরাধ্যা। হাত ধরাধরি করে ঢুকলেন বিমানবন্দরে।