বিপুল ধনসম্পদ পাহারা দিচ্ছে বিষধর সাপ! যে কারণে আজও রহস্যময় এই মন্দির

বহু বিশেষজ্ঞদের মতে, প্রলয় বা সাপের ঘটনার বর্ণনা করা হচ্ছে তা শুধুমাত্র সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করার জন্য।

তালাচাবি তো দূর, কড়া বা ছিটকিনিও নেই, এমনকী, নাটবল্টুর দেখাও মেলে না। এ এক রহস্যময় দরজা। দরজার গায়ে খোদাই করা রয়েছে দু'টি বিষাক্ত গোখরো সাপের হাঁ-মুখ বিশাল মূর্তি। মনে করা হয়, তালাচাবিহীন এই রহস্যময় দরজার পিছনেই রয়েছে এক গোপন প্রকোষ্ঠ, আর তাতেই নাকি রাখা আছে তিন ভুবনের অতুল ঐশ্বর্য। এককথায় কুবেরের ধন। হাজার বছরের ওপর খোলা হয়নি সেই রহস্যময় দরজা। খোলার নিয়মটুকুও জানে না কেউ। এমনকী, সেই অসাধ্যসাধন করতে গিয়ে পিতৃদত্ত প্রাণটাও খুইয়েছেন কেউ কেউ। আশ্চর্য সেই দরজার কাহিনি ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। কী আছে সেই দরজার পিছনে? সাত রাজার ধন? না, ভয়ংকর কালান্তক কোনও মৃত্যুদূত? যুগ যুগ ধরে এমনই এক রহস্যকে আগলে বসে আছে কেরলের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির। সৃষ্টিকর্তা পরম করুণার আধার। আবার তিনিই এই জগতের শাসনকর্তা। ভালো কাজ করলে তিনি পুরস্কৃত করেন আবার খারাপ কাজ করলে তিনিই শাস্তি দেন। তবে এর বাইরেও সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে মানুষ পড়তে পারে তাঁর কোপে। এমনটাই ঘটেছিল ২০১১ সালের ৩০ জুন। বিশ্বের সবচেয়ে ধনী ও সম্পদশালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল কেরলের অনন্ত পদ্মনাভস্বামী…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles