আসলে কে এই রোদ্দুর রায়, কেন এই ভূমিকায়! পরিচয় জানলে চমকে উঠতে হবে

অনির্বাণ রায় যখন থেকে রোদ্দুর রায় হয়ে উঠতে শুরু করলেন, তখনও তাঁর জনপ্রিয়তা এতটা হয়নি। রবীন্দ্রনাথের গানের 'অচলায়তন' ভাঙার মধ্য দিয়েই প্রথম আবির্ভাব ঘটে রোদ্দুর রায়ের।

আগেও সোশ্যাল মিডিয়ায় তাঁর করা বহু বক্তব্য নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবু কেন্দ্র থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের অবস্থানের সঙ্গে এতটুকু আপস করেননি তিনি। তিনি রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচিতি রোদ্দুর রায় হলেও তাঁর আসল নাম অনির্বাণ রায়। কীভাবে অনির্বাণ রায় থেকে রোদ্দুর রায়ের উত্থান? অনির্বাণ রায় ওরফে রোদ্দুর রায়ের জন্ম কলকাতায়। এরপর রামনগর কলেজ থেকে স্নাতক হন অনির্বাণ। কিন্তু এই অনির্বাণই কী করে হয়ে উঠলেন রোদ্দুর রায়! রোদ্দুর রায়ের নিজের কথায়, "রোদ্দুর রায় আসলে একটা চরিত্র। আমি সেই ভূমিকায় অভিনয় করি। সেই লোকটা চূড়ান্ত বিভ্রান্ত এবং হতাশাগ্রস্ত।" প্রথম জীবনে রোদ্দুর রায় কিছুদিন ডিজে হিসেবে কাজ করেন। কিন্তু বরাবরই গানবাজনা, লেখালিখি, গিটার বাজানোয় আগ্রহ ছিল তাঁর। এছাড়াও রোদ্দুর রায়ের বিশেষ আগ্রহের বিষয় মনোবিজ্ঞান। অনির্বাণ রায় যখন থেকে রোদ্দুর রায় হয়ে উঠতে শুরু করলেন, তখনও তাঁর জনপ্রিয়তা এতটা হয়নি। রবীন্দ্রনাথের গানের 'অচলায়তন' ভাঙার মধ্য দিয়েই প্রথম আবির্ভাব ঘটে রোদ্দুর রায়ের। আরও পড়ুন: বিরোধিতা মানেই মামলা, গ্রেপ্তার! রোদ্দুর রায় প্রথম নন, তৃণমূল আমলে বারবার ঘটেছে এমন রবীন্দ্রনাথ নিয়ে রোদ্দুর রায়ের ভাবনা রোদ্দুর…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles