শ্বাসের মধ্যে ভরে নেওয়া করোনা ভ্যাকসিন বেশি কার্যকরী? এবার জানিয়ে দিলেন গবেষকরা

সম্প্রতি গবেষকরা জানালেন, অন্যান্য কোভিড ভ্যাকসিনের তুলনায় এই নেক্সট-জেনারেশন কোভিড ভ্যাকসিন অনেক বেশি কার্যকরী।

নোভেল করোনাভাইরাস (SARS-CoV-2) প্রতিরোধের জন্যে নেক্সট-জেনারেশন ইনহেলড ভ্যাকসিন (Inhaled Vaccine) বানিয়েছিলেন ক্যানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির (McMaster University) গবেষকরা। মুখ দিয়ে প্রশ্বাস নেওয়ার মত করেই, নেওয়া যাবে এই ভ্যাকসিন। এই ইনহেলড কোভিড ভ্যাকসিনের (Inhaled Covid Vaccine) কার্যকারীতা পরীক্ষা করার জন্যে ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছিল গত বছর ডিসেম্বর মাসেই। সম্প্রতি গবেষকরা জানালেন, অন্যান্য কোভিড ভ্যাকসিনের তুলনায় এই নেক্সট-জেনারেশন কোভিড ভ্যাকসিন অনেক বেশি কার্যকরী। কেবল মূল নোভেলকরোনাভাইরাস ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই নয়, নোভেল করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্ট ও সাবভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষা দেয় এই ভ্যাকসিন। সম্প্রতি সেল নামের এক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল। এই গবেষণার মুখ্য গবেষিকা, ড: ফিওনা স্মাইল (Fiona Smille) ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে* লিখেছেন, "এই নেক্সট-জেনারেশন কোভিড ভ্যাকসিনের প্রভাব কেবল দীর্ঘ সময়ে ধরেই স্থায়ী থাকবে এমন নয়, এটি নোভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলির বিরুদ্ধেও আমাদের সুরক্ষা দেবে"। ম্যাকমাস্টার ইউনিভার্সিটি সূত্রে জানা যাচ্ছে, এই ইনহেলড ভ্যাকসিন কেবল সহজে নেওয়া যায় এমনই নয়, সামান্য পরিমাণে নিলেই এই ভ্যাকসিন কার্যকরী হয়। মুখ দিয়ে নেওয়ার ফলে, এই ভ্যাকসিনের কণা সরাসরি ফুসফুস ও শ্বাসনালীর (Respiratory Tract)…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles