ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত মহিমা চৌধুরী, কোন ছোট্ট ভুলে আপনিও ঝুঁকির মুখে, আজই জানুন

গ্লামার ওয়ার্ল্ডে এই বেস্ট ক্যান্সার নতুন কোন ঘটনা নয়, ২০১৮ সালে আয়ুষ্মানের পত্নী তাহিরা কাশ্যপও এই মরণ রোগের শিকার হয়েছিলেন।

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ, মহিমা চৌধুরি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা জানিয়েছেন মিডিয়াকে। ১৯৯০ সালের মিস ইন্ডিয়া আসলে বিগত কয়েকদিন ধরে ভুগছিলেন এক ভীষণ মরণ রোগে আর সেই রোগটির নাম হল ব্রেস্ট ক্যান্সার। তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন, খুব সাধারণ একটি বার্ষিক হেলথ চেকআপেই গেছিলেন তিনি এবং পরে সেখান থেকেই ধরা পড়ে এই রোগের কথা। তবে গ্লামার ওয়ার্ল্ডে এই বেস্ট ক্যান্সার নতুন কোন ঘটনা নয়, ২০১৮ সালে আয়ুষ্মানের পত্নী তাহিরা কাশ্যপও এই মরণ রোগের শিকার হয়েছিলেন। WHO এর ২০১৮ সালের সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রতি ৬ জন মানুষের মৃত্যুর মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে ক্যান্সা্রে আক্রান্ত হয়ে। প্রতি বছর প্রায় ৯.৬ মিলিয়ন মানুষের এই মারণ বানের তীব্র আঘাতে মৃত্যু হচ্ছে। ভারতে যেসমস্ত ক্যান্সারগুলি বেশি পরিমাণে দেখা যায়, তার মধ্যে অন্যতম হল ব্রেস্ট ক্যান্সার, শতকরা ২৭ শতাংশ মানুষ এই ক্যান্সারে আক্রান্ত। মানুষ যতই আধুনিকতার মোড়কে নিজেকে মুড়ে নতুন করে নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে, ততই হুহু করে বেড়ে চলেছে এই ব্রেস্ট ক্যান্সার। তবে কি ব্রেস্ট ক্যান্সারের কড়াল কোপের…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles